Updates

পাথারকান্দিতে শহরের বেদখল ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সার্কল অফিসারের দ্বারস্থ ক্ষুব্ধ যুব মোর্চা

পাথারকান্দি : পাথারকান্দি মিনি শহরের ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে এবার সোচ্চার হল বিজেপি পাথারকান্দি ব্লক মন্ডল যুব মোর্চা৷ এনিয়ে শুক্রবার যূব মোর্চার সভাপতি অনিরুদ্ধ মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল পৃথকভাবে সার্কল অফিসার সহ পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসির সঙ্গে দেখা করে উভয়ের হাতে স্মারক পত্র তুলে দেন৷

প্রদত্ত স্মারকপত্রে তাঁরা উল্লেখ করেন — দীর্ঘদিন থেকে পাথারকান্দির ব্যস্ততম শহর এলাকার অধিকাংশ ফুটপাত চলে গেছে স্থানীয় একাংশ অসাধু ব্যবসায়ীদের দখলে৷ পাশাপাশি অসম-ত্রিপুরা ৮নং জাতীয় সড়কের পাশের একাংশ বাড়িঘর বা ভবনের মালিকরাও ফুটপাত দখল করে রেখেছেন নানা অজুহাতে৷ এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথিক সহ স্কুল-কলেজ পড়ুয়ারা৷

পাথারকান্দি উত্তর থেকে দক্ষিণ রেল গেট পর্যন্ত প্রায় প্রতিদিনই নতুন নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ ফলে জনগণকে বাধ্য হয়ে ঝুকি নিয়ে চলাচল করতে হয় জাতীয় সড়কের পাশ দিয়ে৷ তাছাড়া পাথারকান্দি পেট্রোল পাম্পের সামনা সহ তেমাথা কালীবাড়ির সামনে গড়ে উঠেছে অবৈধ মটর স্ট্যান্ড৷ ফলে পাথারকান্দি শহরে যানজট লেগেই থাকে৷ এতে ঘন ঘন ঘটেছে দুর্ঘটনা৷ তাছাড়া সামনেই দুর্গাপূজা৷ তখন শহরে তিল ধারণের জায়গা থাকে না৷ তাই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান যুব মোর্চার কর্মকর্তারা৷ স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন মিন্টু সিনহা, সুনীল সিনহা, সঞ্জয় সিনহা, পিনাক দাস, শংকর দেবনাথ, আকাশ দে, গোপাল দাস প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button