পাথারকান্দিতে শাশুড়ি-খুনের অভিযোগে গ্ৰেফতার পুত্রবধূ, পেশ করিমগঞ্জের আদালতে
পাথারকান্দি : শাশুড়িকে খুনের অভিযোগে পুত্রবধূকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার করিমগঞ্জের আদালতে পেশ করেছে পাথারকান্দি থানার পুলিশ।
ঘটনা ঘটেছে বুধবার বিকেলে পাথারকান্দি থানাধীন পয়লামুলি গ্রামে। জানা গেছে, বৃদ্ধ বাবা ও মা, স্ত্রী এবং তিন সন্তানকে রেখে বাড়ির বাইরে গিয়েছিলেন সামস উদ্দিন।
এদিকে বিকেলে সময়মতো মসজিদে না যাওয়ায় ছেলেকে মারধর করেন সামস উদ্দিনের স্ত্রী আফসা বেগম। ছোট শিশুকে মারধর করছেন দেখে বছর ৬৫-এর ঠাকুমা জয়তুন নেসা বউমার হাত থেকে নাতিকে উদ্ধার করতে এগিয়েে যান। তখন শাশুড়ির সঙ্গে বউমার কথা কাটাকাটি শুরু হয়। এক সময় শাশুড়ি ও বউমার কথা কাটাকাটি হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেখে আফসা বেগমের আরেক ছোট্ট ছেলে বাইরে গিয়ে তার বাবাকে ঘটনার খবর দেয়। বাবা সামস উদ্দিন ছুটে বাড়ি আসেন। ততক্ষণে শাশুড়ির ওপর প্রাণঘাতী হামলা করে স্ত্রী আফসা বেগম বাড়ি থেকে পালিয়ে যায়।
বাড়ি এসে রক্তাক্ত মা জয়তুন নেসাকে সঙ্গে সঙ্গে চিকিত্সার জন্য পাথারকান্দি হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন ছেলে সামস উদ্দিন। কিন্তু রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়তুন নেসা। ঘটনার বিবরণ দিয়ে পাথারকান্দি থানায় এফআইআর করেন সামস উদ্দিন। পুলিশ তদন্তে নেমে ঘাতক আফসা বেগমকে গ্ৰেফতার করে আজ আদালতে পেশ করেছে।