Barak Valley

পাথারকান্দিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১২ শ্রমিক

পাথারকান্দি : কাজ শেষে মিনি লরিতে করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১২ জন ঢালাই শ্রমিক৷ এদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে৷ আহতদের ৪ জনের অবস্থা সঙ্কটজনক বলে খবর পাওয়া গেছে৷

জানা গেছে, এদিন আছিমগঞ্জ এলাকার এক পাকা ভবনের ঢালাইয়ের কাজ সেরে বিকেল ৪:৩০টা নাগাদ AS 10 AC 7414 নম্বরের মিনি লরিতে চেপে হরিবাসরে ফিরছিলেন৷ পাথারকান্দি মুণ্ডমালা সংলগ্ন গোকিলায় পৌঁছানোর আগে উল্টোদিক থেকে আসা একটি অল্টোকে পাশ কাটাতে গিয়ে মিনি লরির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের একটি কালভার্টের ওপর গিয়ে উল্টে যায়৷ কয়েকজন শ্রমিক কালভার্টের নিচে ছিটকে পড়ে আহত হন৷ অন্যরা গাড়িতে থাকা ঢালাইয়ের কাজে ব্যবহৃত মেশিন থাকায় আঘাত পান৷

আহতরা হলেন গোপাল বাল্মিকদাস, সুখমতি বাল্মিকদাস, রোহিত সিং, ধীরেন্দ্র দাস, মদন শব্দকর, আকাশ দাস, সোনিয়া বিন, বিযন কর, সাগর কন্দ, রবিসিং ভুমিজ ও পঞ্চম সিং৷ এদের প্রত্যেকের বয়স ২০-৫০-র মধ্যে৷ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পাথারকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয়৷ বাকিরা পাথারকান্দিতে চিকিৎসাধীন বলে জানা গেছে৷ ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি নিজেদের হেফাজতে নেয়৷ এদিকে আহতদের খোঁজ নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷

Show More

Related Articles

Back to top button