Barak Valley
পাথারকান্দিতে হেরোইন সহ ধৃত ২
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন কাবাড়িবন্দে পাচারের সময় মাদক সহ ধরা পড়েছে দুই যু্বক। ধৃতদের পাথারকান্দি থানা এলাকার উত্তর কাবাড়িবন্দ গ্রামের প্রয়াত হবিবুর রহমানের বছর ২৩-এর ছেলে আলবাব হুসেন এবং পূর্বগুল গ্রামের জনৈক সুলেমান আহমেদের ছেলে সুলতান আহমেদ (২৪) বলে শনাক্ত করেছে পুলিশ।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ কাবাড়িবন্দে পাথারকান্দি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৯টি সাবানের বাক্সে ৩৫০ গ্রাম হেরোইন সমেত পাকড়াও করে আলবাব হুসেন এবং সুলতান আহমেদকে।
ধৃতদের পাথারকান্দি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথামিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের সন্দেহ ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের মতলবে ছিল এরা।