Barak Valley

পাথারকান্দির গির্জাঘ‌র এলাকায় ল‌রির ধাক্কায় হত বাইক আরোহী

পাথারকান্দি : প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে ফের ভয়ংকর পথ দুর্ঘটনার ব‌লি হ‌য়ে প্রাণ গেল পাথারকা‌ন্দির এক তরতাজা যুব‌কের। এবার গির্জাঘ‌র এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা জনৈক আবদুল মতিন ওরফে কবিরাজের বছর ২৩-এর জনৈক ডা‌লিম মিয়াঁর।

আজ র‌বিবার সকাল প্রায় ১১টা নাগাদ নি‌জের মোটর বাইকে করে পাথারকা‌ন্দি থে‌কে গির্জাঘরে বা‌ড়ি ফির‌ছিলেন ডালিম। বা‌ড়িতে প্রবে‌শের প‌থে ৮ নম্বর জাতীয় সড়‌ক সংলগ্ন কব‌রিস্থা‌ন এলাকায় বাইকের গতিরোধ করে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় ত্রিপুরা থে‌কে অন্ধ্রপ্রদেশগামী পণ্যবাহী এক‌টি ল‌রি তার বাইকে অর্তকি‌তে ধাক্কা দেয়। লরির ধাক্কায় বাইক সহ ডালিম ছিটকে পড়েন ‌ত্রিপুরাগামী আরেকটি ইট-বোঝাই ব‌লে‌রো পিকআপ ভ্যা্‌নের ওপর। এতে মাথা ফে‌টে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তাঁর। ফলে ঘটনাস্থ‌লে প্রাণ হারান ডা‌লিম মিয়াঁ।

এদিকে ব‌হিঃরাজ্যের ঘাতক ল‌রি‌টি পা‌লি‌য়ে গেলেও প‌রে তা‌কে আটক কর‌তে সক্ষম হয় পু‌লিশ। পাশাপা‌শি ব‌লে‌রো পিকআপ ভ্যানকে পুলিশ নি‌জে‌দের জিম্মায় নি‌য়ে‌ছে। ঘটনার পর উত্তে‌জিত জনতা সড়ক অব‌রোধ ক‌রে প্রতিবাদ সাব্যস্ত ক‌রেন।

দলবল নি‌য়ে মা‌ঠে নে‌মে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক করার চেষ্টা ক‌রেন পাথারকা‌ন্দি থানার ওসি দীপক দাস। ছুটে যান রাজস্ব সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার। তিনি উত্তেজিত জনতা এবং মৃ‌তের প‌রিবা‌রের সা‌থে কথা ব‌লে আশ্বাস দেন, নিহতের পরিবারকে সরকা‌রি সাহায্যক পাই‌য়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আশ্বাস পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পর সড়ক অব‌রোধ মুক্ত হয়।

মৃত ডা‌লি‌মের স্ত্রী ও এক পুত্র সন্তান র‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে। এদিকে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্যা ক‌রিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ছে পু‌লিশ।

Show More

Related Articles

Back to top button