AssamNorth-East
ঘুসের টাকা নিতে গিয়ে গ্রেফতার কামরূপ মেট্রোর স্কুল সমূহের ডেপুটি ইন্সপেক্টর

গুয়াহাটি, ৪ মার্চ : ঘুষের টাকা নিতে গিয়ে হতেনাতে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স এবং অ্যান্টি-করপশন সেলের আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন কামরুপ মেট্রোর অন্তর্গত বিদ্যালয়সমূহের ডেপুটি স্কুল ইন্সপেক্টর বুদ্ধ কটকি।
আজ শনিবার গুয়াহাটির রেহাবাড়িতে তাঁর অফিসে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়। বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে ত্রাণের অর্থ দিতে ঘুষ দাবি করেছিলেন ডেপুটি স্কুল ইন্সপেক্টর বুদ্ধ কটকি। আইপিএস সুরেন্দ্র কুমার তাঁর অফিশিয়াল টুইটারে ঘটনার এ খবর জানিয়েছেন।