Barak Valley
পাথারকান্দি-আসিমগঞ্জ রেল সড়কে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর্মান্তিক মুত্যু
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি-আসিমগঞ্জ রেল সড়কে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ অজ্ঞাতপরিচয় ব্যক্তির রেলে কাটা পড়ে মর্মান্তিক মুত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিটির পরনে ফুল প্যা ন্ট ও ফুল-হাতা শার্ট রয়েছে। তাঁর বয়স অনুমানিক ৪০-এর আশপাশ হবে। চলন্ত ট্রেনের চাকায় তাঁর দুই পা সম্পূর্ণ দু টুকরো হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে এ ঘটনা সম্পর্কে পাথারকান্দি পুলিশের কাছে কোনও খবর নেই বলে জানান থানা কর্তৃপক্ষ।