Barak Valley

পাথারকান্দি কলেজে নারী দিবসে মহিলাদের ক্ষমতায়নে গুরুত্ব

পাথারকান্দি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ মার্চ, শনিবার করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান (DHEW), ওম্যান সেল ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির উদ্যোগে পাথারকান্দি কলেজে মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আয়োজিত হয় আলোচনা সভা৷

প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়৷

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাথারকান্দি কলেজের সহকারি অধ্যাপক ও মহিলা সেলের আহ্বায়ক ড. মুনমি শইকিয়া৷ তিনি তাঁর ভাষণে সবাইকে প্রতিবন্ধকতা ভেঙে সমতা বৃদ্ধিতে এবং প্রতিটি নারী উন্নতি করতে পারে এমন পরিবেশ তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন করেন৷ তিনি এমন একটা পরিবেশ তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানান৷

যেখানে লিঙ্গ নির্বিশেষে সবাই উন্নতি করতে পারে মূল্যবান এবং সম্মানিত বোধ করতে পারে৷ এরপর পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক ছাত্রীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন৷

এ বছরের প্রচারণার থিম ‘Inspire Inclusion’ নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়৷ এতে করিমগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোলিনা নন্দী ‘একটি শক্তিশালী সমাজ গঠনের দিকে নারীর নেতৃত্ব’ বিষয়ে বক্তব্য রাখেন৷ তিনি একজন শিক্ষিত নারী কিভাবে সমাজকে আরও ভালোভাবে পরিবর্তন করতে পারে তা নিয়ে আলোচনা করেন৷

পাশাপাশি ‘কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিষয়ে সচেতনতা’ শীর্ষক এর প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও প্রতিকার নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ জেলা মহিলা সেলের সভাপতি মহাশ্বেতা চক্রবর্তী৷ অনুষ্ঠানের সমাপ্তিতে DHEW-র District Programme co-ordinator ঈশিতা দাস ছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্কিম সম্পর্কে অবগত করান৷

এতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন DHEW-র District Mission co-ordinator রূপকথা চক্রবর্তী সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী ও পড়ুয়ারা অংশ নেন৷ শেষ পর্বে কলেজের সহকারি অধ্যাপক ও নারী সেলের সদস্য কে তমনা সিংহ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন৷

Show More

Related Articles

Back to top button