Barak Valley

পানীয় জলের সঙ্কট নিয়ে শিক্ষক ভবনে করিমগঞ্জের আড্ডার এক জরুরী সভা

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে পানীয় জলের সঙ্কট নিয়ে শিক্ষক ভবনে করিমগঞ্জের আড্ডার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শহরের পানীয় জলের সঙ্কট নিয়ে দীর্ঘ আলোচনা হয়৷

সভায় বিভিন্ন বক্তা বলেন, করিমগঞ্জ শহরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সরবরাহকৃত জলের উপর বাসিন্দারা নির্ভরশীল৷ শহরে মানুষ নিজ খরচায় PHE-র জল ঘরে আনছেন৷ এরপরও মাসে কর দিতে হয়৷ নেই জলের পুকুর বা কুয়োর ব্যবস্থা৷ ফলে PHE-র সরবরাহ করা জলের উপর নির্ভরশীল শহরের মানুষ জল না পেয়ে ব্যতিব্যস্ত৷ নিয়মিত জল থেকে বঞ্চিতদের দুর্দশার কথা এদিন করিমগঞ্জের আড্ডায় বিশেষ স্থান পায়৷

বক্তাগন বলেন, জল ছাড়া জীবন বাঁচে না৷ সিদ্ধান্ত নেওয়া হয় আগামী বুধবার আড্ডার প্রতিনিধিরা বিভাগীয় EE-র সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শহরের পানীয় জলের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করবেন৷

তাদের দাবি অনুযায়ী সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তীতে সবাই মিলে অন্য পদক্ষেপ নেওয়ার কথা ভাববেন৷ উপস্থিত ছিলেন পিকে রায়, অপূর্ব দত্ত, দীপঙ্কর ঘোষ, সুনীত দত্ত, শ্যামল চৌধুরী, অরূপ রতন দাস, নির্মাল্য দাস, বিধান চন্দ্র নাথ, পবিত্র দেব প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button