Barak Valley

পাহাড়লাইনে বিঘ্ন, সূচি বদল, বাতিল কিছু ট্রেন

শিলচর : শিলচর-লামডিং ব্রডগেজ রেলপথে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে৷ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বদরপুর থেকে লামডিঙের উদ্দেশ্যে একটি খালি পণ্যবাহী ট্রেন রওয়ানা দেয়৷ কিন্তু হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিমি লাইনচ্যুত হয় ট্রেনটি৷ পরে বদরপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওই পণ্যবাহী ট্রেনের চাকা ট্র্যাকে তোলে৷ তবে গুয়াহাটি থেকে রাত ৮:৩০টার শিলচরগামী ট্রেনটি বাতিল করা হয়েছে৷ শিলচর থেকে সকালে গুয়াহাটির উদ্দেশ্যে যে প্যাসেঞ্জার ট্রেনটি রওয়ানা দিয়েছিল, সেটি ডিটকছড়া থেকে ফিরে এসেছে৷ এই ট্রেনটি আগামীকাল সকালে রওয়ানা হবে৷

এদিকে, গুয়াহাটি-বদরপুর সেকশনে ট্রেন বাতিল হওয়ায় লামডিং ও হাফলং স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ে৷ এতে অসংখ্য যাত্রী হয়রানির মুখে পড়েছেন৷

উল্লেখ্য, বরাক উপত্যকায় দুটি লোকসভা কেন্দ্রে শুক্রবার ভোট৷ ভোট দিতে প্রচুর মানুষ বাইরে থেকে আসছিলেন৷ কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় তাঁরা বিপদের মুখে পড়ছেন৷

এর আগে খবর, এদিন পাহাড় লাইনে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দরুন নিউ হাফলং স্টেশনে শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ও সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে৷ অন্যদিকে ভিটেকছড়া স্টেশনে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ও আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেন বদরপুর স্টেশনে আটকে পড়ে৷

Show More

Related Articles

Back to top button