Barak Valley

পুজো মণ্ডপ গুলির পাশে মেলা, দোকান, ফুড স্টল, রেস্টুরেন্ট বসানো নিষিদ্ধ

জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ অক্টোবর: হাইলাকান্দি জেলার সব পূজা কমিটিকে দূর্গা পূজার অনুমতি, প্রতিমা নিরঞ্জন এর জন্য শুভযাত্রা এবং মাইকের অনুমতির জন্য সংশ্লিষ্ট সার্কল অফিসে আবেদন করতে বলা হয়েছে। পূজা মণ্ডপ গুলি প্রশস্ত বিস্তৃত হতে হবে এবং প্রকাশ্যস্থানে হতে হবে। মন্ডপের পাশে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে। জেলার পূজা কমিটিগুলির সঙ্গে সম্প্রতি হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক বৈঠকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের পৌরোহিত্যে বৈঠকে জানানো হয় যে রাস্তার উপর কোন প্যান্ডেল নির্মাণ করা যাবে না। পূজা কমিটি গুলিকে মণ্ডপে সিসিটিভি বসাতে বলা হয়েছে। আগুন নেভানোর সামগ্রী হিসেবে মাটি, বালু,ফায়ার এক্সটিংগুইজার ইত্যাদি মজুত রাখতে বলা হয়েছে। মন্ডপে প্রবেশ এবং বাহির পথ আলাদাভাবে রাখতে হবে। কমিটিগুলিকে যথেষ্ট প্রশিক্ষত মহিলা এবং পুরুষ ভলান্টিয়ার রাখতে বলা হয়েছে। ভলান্টিয়ারদেরকে বেইজ সহ পরিচয় পত্র দিতে বলা হয়েছে এবং তাদের নামের তালিকা নিকটবর্তী থানায় পূজার ৭ দিন আগে জমা দিতে হবে। সব পূজা মন্ডপ রাত দশটার পর বন্ধ রাখতে বলা হয়েছে। মন্ডপের কাছাকাছি স্থানে মেলা, দোকান ফুডস্টল রেস্টুরেন্ট ইত্যাদি বসাতে দেওয়া হবে না। রাত দশটার পর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী মন্ডপে মাইক বাজানো যাবে না বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button