Barak Valley
পুরসভা থেকে আবর্জনা সংগ্রহের মূল্য নির্ধারণ
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ পুরসভা থেকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ২০১৬ উপবিধি অনুসারে করিমগঞ্জ শহরের ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করার মূল্য নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হয়েছে।
করিমগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, নির্ধারিত মূল্য অনুসারে প্রতিমাসে প্রতি ঘর ৫০ টাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ১০০ টাকা, হস্টেল ২৫০ টাকা, হোটেল-রেস্টুরেন্ট ২৫০ টাকা, ভবন বা কমিউনিটি হল ৩,০০০ টাকা, থাকা-খাওয়ার ব্যবস্থা যুক্ত হোটেল ৫০০ টাকা, ক্লিনিক ও ডিসপেনসারি ল্যাবরেটরি প্রতিমাসে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।