Barak Valley

পুরোহিত সম্মিলনীর গণউপনয়ন শেষ হল

করিমগঞ্জ : দণ্ড বিসর্জনায় টাউন কালীবাড়িতে হল দেদার ভুঁরিভোজ৷ পুরোহিত সম্মিলনীর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এখানে অনুষ্ঠিত হয় গণউপনয়ন৷ ৪ দিনের এই উপনয়ন কর্মসূচি শেষ হয় রবিবার দণ্ড বিসর্জনের মাধ্যমে৷

এদিন সকালে যাদের উপনয়ন হয়েছে তাদের নগর কীর্তন শেষে কুশিয়ারা নদীতে দণ্ড বিসর্জন করা হয়৷ এতে সম্মিলনীর সদস্য ছাড়াও ছিলেন আরও অনেকে৷

এবার মোট ১৪ জন বালকের উপনয়ন হয়৷ এতে পুরোহিতের সংখ্যা ছিল ১২৷ এনিয়ে ২য় বার গণউপনয়নের ব্যবস্থা করে পুরোহিত সম্মিলনী৷ তাঁদের প্রয়াস সফল হয়েছে৷ ৪ দিনের এই অনুষ্ঠানে সর্বক্ষণ ছিলেন সভাপতি, সম্পাদক সহ সদস্যরা৷

উল্লেখ্য, গণউপনয়নের প্রতি ব্রাহ্মণ পরিবারের অধিকাংশদের আকর্ষণ বাড়ছে৷ বাড়িতে উপনয়নের আয়োজন করলে অনেক ঝামেলা পোহাতে হয়৷ আর কালীবাড়িতে হয়ে গেলে কোনও ঝামেলা পোহাতে হয় না৷ ফলে প্রায় সবাই এ ধরনের ব্যবস্থাকে গ্রহণ করছেন৷ করিমগঞ্জে আরও বিভিন্ন জায়গায় গণউপনয়নের ব্যবস্থা হয়ে থাকে৷ টাউন কালীবাড়িতে এই কর্মসূচি সম্পন্ন করতে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে সম্মিলনীর তরফে৷

Show More

Related Articles

Back to top button