পুলিশের হাতে আটক ৮০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী
বাজারিছড়া : ত্রিপুরায় প্রবেশের প্রাক মুহূর্তে আসাম পুলিশের হাতে আটক ৮০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী। আসাম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টে কর্মরত আসাম পুলিশ এই নেশা সামগ্রী আটক করে।
মঙ্গলবার সকালে HR-55X-9860 নাম্বারের একটি ১০ চাকার কন্টেইনার গাড়ি অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের সামনে আসার পর আসাম পুলিশ সন্দেহ জনক গাড়িটিকে আটক করে।
পরে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় ৬৭ কার্টুনে ৮ হাজার ৪০ বোতল নেশা জাতিয় কফ সিরাফ। যার কালোবাজারী মুল্যপ ৮০ লক্ষাধিক টাকা হবে।
একই সাথে আটক করা হয়েছে কন্টেইনার গাড়ির চালককে। ধৃত গাড়ি চালকের নাম রবীন্দ্র সিং। তার বাড়ি রাজস্থানে। আসামের বাজারিছড়া থানার ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আসাম পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত গাড়ি চালককে বুধবার আদালতে সোপর্দ করবে আসাম পুলিশ।