Barak Valley

পেইড ক্যান্টিন সচল থাকবে বুথে

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মী ও নিরাপত্তা কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে ভোটকেন্দ্রগুলিতে পেইড ক্যান্টিন সচল রাখার নির্দেশ দিলেন জেলা নির্বাচন আধিকারিক। এই মর্মে জেলা নির্বাচন আধিকারিক জেলার স্কুল ইন্সপেক্টর, ডিআই, ডিইইও, বিইইও, প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ সকলের প্রতি নিদের্শ জারি করেছেন। তিনি সমস্ত স্কুল আধিকারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তাঁদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে কর্তব্যরত সকল ভোটগ্রহণ কর্মী ও নিরাপত্তা কর্মীদের জন্য নগদ অর্থের বিনিময়ে দুই তিন দিনের জন্য উপযুক্ত আহারের ব্যবস্থা করে দিতে প্রতিষ্ঠানের পেইড ক্যান্টিনে রাঁধুনিদের উপস্থিতি সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

Show More

Related Articles

Back to top button