Barak ValleyBusiness

পৌরসভার নজর নেই, বদরপুরে আবর্জনা সাফাইয়ে ব্যবসায়ীরা

প্রতি সোমবার বন্ধ থাকবে বদরপুর বাজার, সিদ্ধান্ত merchant association-র

বদরপুর : এখন থেকে সপ্তাহে একদিন বন্ধ থাকবে বদরপুর বাজার৷ প্রতি সোমবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বদরপুর merchant association. পাশাপাশি সোমবার থেকে বাজার এলাকায় সাফাই অভিযান শুরু করেছেন merchant association-র কর্মকর্তারা৷ শহরকে আবর্জনা মুক্ত করতে সাফাই অভিযান শুরু করা হয়েছে৷

জানা গেছে, ৩ জুলাই বদরপুরের ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এদিনের সভায় বদরপুরের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার পর ব্যবসায়ীদের স্বার্থে বাজার কমিটি পূর্নগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

পরে সভায় সর্বসম্মতিক্রমে ৩২ সদস্য বিশিষ্ট বদরপুর merchant association নামে এক কমিটি গঠন করা হয়৷ কমিটির সভাপতি প্রদীপ্ত কুমার দে, সম্পাদক কওছর আহমেদ বলেন, বদরপুর বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দোকান মালিকরা তা মানেননি৷ তবে merchant association-র তরফে থেকে মাইকযোগে দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়৷

কর্মকর্তারা আরও জানান, অ্যাসোসিয়েশনের আওতাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ব্যবসায়ীদের জানানো হয়েছে৷ এছাড়াও প্রচার সম্পাদক জাবেদ হুসেন বলেন, বাজারের স্বচ্ছতার উপর নজর মার্চেন্টের কর্মীরা৷ প্রতি সোমবার বাজার এলাকাগুলো সাফাই অভিযান চালানো হবে৷

Show More

Related Articles

Back to top button