Barak Valley
পৌর এলাকায় যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান করিমগঞ্জের পৌরপতির
করিমগঞ্জ : করিমগঞ্জ পৌর এলাকায় যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে আবর্জনা ফেলতে করিমগঞ্জের পৌরপতি এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ পৌরপতি জনগণকে তাদের গৃহ, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির সামনে ডাস্টবিন ব্যবহার করতে এবং ব্যবসায়ীদের কমপক্ষে ১৫ লিটার আকারের ডাস্টবিন ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি, করিমগঞ্জ শহরের গৃহ মালিকদের পৌরসভা থেকে পূর্ব প্রদত্ত ডাস্টবিন ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন৷ করিমগঞ্জ শহরকে স্বচ্ছ সুন্দর করে গড়ে তুলতে সব নাগরিকদের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়েছে৷