Barak Valley

পৌষ পার্বণ ঘিরে জমে উঠেছে করিমগঞ্জের বাজার

করিমগঞ্জ : পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব৷ এই উৎসবকে ঘিরে সারা রাজ্যের সঙ্গে তোড়জোড় শুরু হয়েছে সীমান্ত শহর করিমগঞ্জে৷ ইতিমধ্যেই শহরের দোকানিরা বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেছেন৷ চাল, চুঙা, গুড়, নারিকেল, সুজি, ময়দা নিয়ে বিক্রেতারা অপেক্ষা করছেন খদ্দেরের৷ বিভিন্ন ধরনের বিরইন ধানের জন্য করিমগঞ্জ বিখ্যাত৷ করিমগঞ্জ স্টেশন রোডের বাজারে স্থানীয় বিরইন চালের চাহিদা রয়েছে৷ অনেক দূরদূরান্ত থেকে কৃষকরা নিজেদের ফলানো বিরইন চাল নিয়ে বাজারে আসেন প্রতি বছরই৷ এ বছরই তার ব্যতিক্রম হয় নি৷

এরালিগুলের মখলিছুর রহমান, বারপুঞ্জির কামাল উদ্দিন, তেলিখালের পাড়ের নিতাই নমশূদ্র, লক্ষীবাজারের কামাল হুসেন সহ আরো অনেক ব্যবসায়ীরা বলেছেন, সারা বছর তার অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য৷ বাজার দর সম্পর্কে তারা জানান, গান্ধী বিরইন ৮০ টাকা, রঞ্জিত বিরইন ৫০ টাকা, কার্তিক বিরইন ৬০ টাকা, পানি বিরইন ৬০ টাকা, আশ্রা বিরইন ৫০ টাকা, পাখি বিরইন ৭০ টাকা, সিঙ্গাই বিরইন ৬০ টাকা বিক্রি হলেও তাদের লভ্যাংশ তেমন নেই৷ কিন্তু প্রতিটি বিরইনের স্বাদ আলাদা৷ আর স্থানীয় হওয়ায় চালের কদরও বেশি৷

পৌষ পার্বণকে ঘিরে সবজি বাজারেও রকমারি সবজি৷ ছন্তর বাজারে ফুলকপি কেজি প্রতি ৩০০ টাকা, আলু ২৫-৩০ টাকা, বেগুন লঙ্গাই ৭০ টাকা, বাঁধাকপি (লোকাল) ৪০-৫০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, সীম ৪০ টাকা, তিলের নাড়ু ৩০০ টাকা কেজি, তিলুয়া ১৫০-২০০ টাকা, বাতাসা ১৪০ টাকা৷ ফুল বিক্রেতারা জানান গেন্ডা ২০০-২৫০ টাকা কেজি বিকোচ্ছে৷

পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রাম-শহরে উৎসবের আমেজ৷ প্রতিটি মন্দির-আখড়া সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে৷ হয় রথযাত্রা৷ মদন মোহন জিউর আখড়ায় শুরু হবে নাম সংকীর্তন৷ এ সময় প্রতিটি ঘরে থাকে চোঙা পিঠে সহ হরেক রকমের পিঠে পুলি৷ মোটামুটি এ সব নিয়েই নতুন মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে৷

Show More

Related Articles

Back to top button