Barak Valley

প্যালেস্তাইনের ওপর ইজরাইলি হামলা, করিমগঞ্জে এসইউসিআই (ক)-এর প্রতিবাদ দিবস পালিত

করিমগঞ্জ : প্যালেস্তাইনের জনগণের ওপর ইজরাইলের হামলা বন্ধ করার জন্য এসইউসিআই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটি বুধবার সমগ্র দেশব্যাপী প্রতিবাদ দিবস বা প্যালেস্তানিও দিবস পালনের ডাক দিয়েছিল। সে অনুযায়ী আজ করিমগঞ্জ জেলা কমিটিও এই ডাকে সাড়া দিয়ে দিনটি পালন করেছ।

এদিন বেলা দুটায় করিমগঞ্জ শহরে এলআইসি অফিসের বিপরীতে এসইউসিআই (ক) দলের প্রবীণ নেতা, সংগঠক ও কর্মীরা এক জমায়েত হয়ে স্লোগানে স্লোগানে এলাকাকে মুখরিত করে তুলেন।

ইজরাইল, প্যালেস্তাইনের গাঁজা অঞ্চলে চলমান বর্বর আক্রমণ অবিলম্বনে বন্ধ করো, ইজরাইল কর্তৃক গাঁজা অঞ্চলে চলতে থাকা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষ গর্জে উঠুন, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরাইল অবিলম্বে যুদ্ধ বন্ধ করো, পেলেস্তানি জনসাধারণের ওপরে চলতে থাকা বর্বর আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে, যুদ্ধ নয় শান্তি চাই ইত্যাদি স্লোগানে প্রতিবাদ করেন দলের নেতা-কর্মীরা।

এর পর উপস্থিত জনসাধারণের সামনে বক্তব্য পেশ করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটির প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিকলু দাস, বিষ্ণুপদ দত্ত পুরকায়স্থ, অলক চৌধুরী, তুষার দাস, আব্দুর রহিম, দেবব্রত, সুজিত্‍ কুমার পাল, সঞ্চিতা শুক্ল সহ অনেকে।

Show More

Related Articles

Back to top button