Barak Valley

প্রকাশনা সংস্থাগুলোর জন্য অনলাইন কর্মশালা

শিলচর, পিএনসি : ভারতের প্রেস রেজিস্ট্রার জেনারেল নয়াদিল্লি (পূর্ববর্তী RNI) অসমের প্রকাশনা সংস্থাগুলোর জন্য নতুন প্রেস সার্ভিস পোর্টালে একটি অনলাইন কর্মশালার আয়োজন করতে চলেছে৷

কর্মশালার লক্ষ্য হলো প্রেস সার্ভিস পোর্টালের নতুন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে স্বচ্ছতা আনা৷ PRGI, নয়াদিল্লির প্রতিনিধিরাও যে কোনও প্রযুক্তিগত সমস্যার বিষয়ে প্রকাশকদের প্রশ্নের উত্তর দেবেন৷ আগ্রহী প্রকাশনা সংস্থাগুলোকে অংশগ্রহণকারীদের নাম (পরিচালন ব্যবস্থাপক/ব্যবসায়িক প্রধান ইত্যাদি) এবং যোগাযোগের বিশদ বিবরণ pib.guw@gmail.com এই মেল করার কথা বলা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button