Barak Valley
প্রকৃতির রুদ্ররোষে বদরপুর রাজস্ব চক্রেও বিস্তর ক্ষয়ক্ষতি
বদরপুর : গত রবিবার রাতের ঝড় ও প্রচণ্ড শিলাবৃষ্টিতে করিমগঞ্জ জেলার বদরপুরেও বিস্তর ক্ষতি হয়েছে৷ প্রচুর ঘরবাড়ির চাল ছিদ্র হয়ে ঘরের আসবাবপত্র নষ্ট হয়৷ ভারী ঝড় বৃষ্টির ফলে প্রচুর ফসল একেবারে ধ্বংস হয়ে যায়৷ প্রকৃতির এই রুদ্ররোষে বেশিরভাগ দরিদ্র মেহনতি শ্রমিক পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়৷ বদরপুর রাজস্ব চক্রের অধীন এংলারবাজার, বড়থল, দত্তপুর, আদরকোণা ও করিমগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম অঞ্চল বিভিন্ন দরিদ্র পরিবারগুলো এই কালরূপী প্রকৃতির তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়ে বর্তমানে অসহায়৷
অসম মজুরি শ্রমিক ইউনিয়ন করিমগঞ্জ জেলা কমিটি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দুর্যোগ মোকাবিলা বিভাগের এই সব দরিদ্র শ্রমিক পরিবারগুলোকে জরুরীকালীন আর্থিক সাহায্য প্রদানের দাবি জানায়৷