প্রগতিশীল নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ফরোয়ার্ড ব্লকের উদ্যোগে নেতাজির জন্মদিবস পালন
করিমগঞ্জ : বরাক ভ্যালি প্রগতিশীল নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ফরোয়ার্ড ব্লকের কর্মকর্তাদের যৌথ উদ্যোগে ২৩ জানুয়ারি জাতীয় মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস সাড়ম্বরে পালন করা হয়৷ এদিন প্রথমে সকাল ৮টায় কানিশাইলস্থিত সংস্থার জেলা কার্যালয়ের সামনা থেকে সুসজ্জিত ট্যাবলো সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ শোভাযাত্রা রেলগেট হয়ে শহরের মূল সড়ক পরিক্রমা করে ছন্তরবাজার পয়েন্ট হয়ে পেট্রোল পাম্পস্থিত নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়৷ এরপর শ্রমিক ইউনিয়ন ও ফরোয়ার্ড ব্লকের জেলা কমিটির সম্পাদক নাসির চৌধুরী কালিম, সভাপতি বিষ্ণুপদ বিশ্বাস সহ দলের অন্যান্যরা পেট্রোল পাম্পস্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন৷ সেখান থেকে সংস্থার কর্মকর্তারা শরিফনগর খেলার মাঠে উপস্থিত হন৷ সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিশুর খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়৷ বিকেল ৩টায় শুরু হয় অতিথিদের ভাষণ ও পুরষ্কার বিতরণী সভা৷ এতে পৌরোহিত্য করেন জেলা ফরোয়ার্ড ব্লকের সম্পাদক নাসির চৌধুরী কালিম৷ সভায় নেতাজির জীবনাদর্শ ও ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা উল্লেখ করা হয়৷