প্রেমের টানে ধর্ম ত্যাগ, রামকৃষ্ণনগরের আমিনা এখন অনিমা৷
রামকৃষ্ণনগর : প্রেমকে সফল রূপ দিতে নিজের ধর্ম ত্যাগ করলেন এক যুবতী৷ আশ্চর্য ঠেকলেও এটাই সত্যি৷ ৭ বছরের প্রেমিককে বিয়ে করতে ধর্ম ত্যাগ করে আমিনা থেকে অনিমা হলেন এই যুবতী৷ আসলে প্রেম মানে না জাত ধর্ম ছোট বড়ো কিছুই৷ অসম সরকার যখন The Muslim Marriages and Divorces Registration Act-1935 বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তখনই ধর্ম ত্যাগ করলেন ওই যুবতী৷ আমিনার বক্তব্য এখন থেকে আমি পর্দামুক্ত, তালাক মুক্ত ও কোরবানি প্রথা থেকে মুক্ত হলাম৷
ঘটনা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী চামেলা বাজার এলাকায়৷ প্রেমিকের নাম বিশ্বজিৎ চন্দ৷ আমিনা ও বিশ্বজিতের প্রেম চলছে দীর্ঘ ৭ বছর ধরে৷ কিন্ত প্রেমকে কিছুতেই সফল রূপ দিতে পারছিলেন না আমিনা৷ কারণ আমিনার পরিবার-পরিজন ভিনধর্মী যুবকের সঙ্গে মেয়ের প্রেম কিছুতেই মানতে পারছিলেন না৷ তাই পরিবারের অমতে শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করে শনিবার অগ্নিসাক্ষী রেখে হাতে শাখা, সিঁথিতে সিদুর দিয়ে মালা বদলের মাধ্যমে স্বামী হিসেবে গ্রহণ করলেন প্রেমিক বিশ্বজিৎকে৷ বিয়ের আয়োজন হয় বিশ্বজিতের বাড়িতে৷ বিয়ে উপলক্ষে উপস্থিত ছিলেন অনেকেই৷ এলাকার লোকজন বর ও কনেকে আশীর্বাদ করেন যেন সংসার সুখী হয় তাঁদের৷ পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সানাইয়ের আওয়াজে সম্পূর্ণ হয় বিয়ে৷ এখন থেকে আমিনা হয়েছেন অনিমা চন্দ৷ সব মিলিয়ে এই বিয়ে নিয়ে চলছে জোর চর্চা কেউ কেউ যদিও এই বিয়ের সমালোচনা করছেন আবার অনেকে বলছেন সত্যিকারের প্রেমিকা কিন্তু আমিনাই৷