Barak ValleyEducation

ফকিরবাজার আল-ইকরা অ্যাকাডেমিতে শিশু দিবস উদযাপন, পুরস্কার বিতরণ

করিমগঞ্জ : ফকিরবাজার আল-ইকরা অ্যাকাডেমিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় শিশু দিবস। এদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকাল প্রায় ৩টা পর্যন্ত চলে বিভিন্ন অনুষ্ঠান। পণ্ডিত জওহরলাল নেহরুর জীবনী স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সাহিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন তার বক্তব্যে বলেন, ১৪ নভেম্বর দিনটি কচিকাঁচাদের জন্য খুব উপকারী। এদিন তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মেধাকে প্রস্ফুটিত করার সুযোগ পায়। তিনি আরও বলেন, পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন শিশু সুলভ। সবাইর সঙ্গে তিনি খুব সহজেই মিশে যেতে পারতেন। কচিকাঁচাদের সর্বদা চকোলেট বিতরণ করতেন। এজন্য শিশুরা পণ্ডিত জওহরলাল নেহরুকে আদর করে ‘চাচা’ নামে সম্বোধন করতেন। এদিন সংগীত, নৃত্য, বক্তব্য সহ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক সাহিন আহমেদ চৌধুরী, আমন্ত্রিত অতিথি এইচ এম আমির হোসেন, শিক্ষক সন্দীপ রায় ও রুবিনা খানম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবিদা বেগম চৌধুরী, ফারহা ফেরদৌস চৌধুরী, আসমা বেগম, চৈতালী গোস্বামী, জুলফা বেগম, ফারজানা ফারহান চৌধুরী, প্রতীক রায়, মুহিদুল আলম, মনোয়ারা বেগম, নাজিরা বেগম ও আসমা বেগম। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষিকা রুবিনা খানম চৌধুরী।

Show More

Related Articles

Back to top button