ফখরুদ্দিন আলি আহমেদ মেমোরিয়াল স্কুলে গুণীজন ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এইচ এম আমির হোসেন, করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জের জড়েরবাজার ফখরুদ্দিন আলি আহমেদ মেমোরিয়াল সিনিয়র সেকেণ্ডারী স্কুলে গুণীজন ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা আইনজীবী আবুল হাসনাত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিলাল আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। পড়ুয়াদের উৎসাহ প্রদান করার পর মূল্যবোধ শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী, শিক্ষাবিদ অপূর্ব দত্ত, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, আইনজীবী মহসিন আলম, আব্দুল মতিন চৌধুরী, সমাজকর্মী আব্দুল হান্নান ও মৃন্ময় রায়। অনুষ্ঠানে ওই স্কুলের ৬ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে সার্টিফিকেট ও স্বারক তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। সংগীত ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন জাহিদা বেগম, তানিয়া সুলতানা, হামিদা বেগম, লুফতানা বেগম, নাজিয়া সুলতানা, সাকিরা পারভিন, সাকিলা জাফর, মারজানা পারভিন, জাসমিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ করেন শিক্ষিকা নুর জাহান সহ অন্যান্যরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।