Barak Valley
ফাকুয়াগ্রামে রেডক্রসের চক্ষু শিবির
ফাকুয়াগ্রাম : ভারতীয় রেডক্রস সোসাইটির করিমগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও অন্ধত্ব নিবারণী সমিতির সহযোগিতায় ফাকুয়াগ্রামের নেতাজি সুভাষ ক্লাবে মঙ্গলবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়৷ এতে ১৩৩ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়৷ এ ছাড়াও ৫০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়৷ এরমধ্যে ১৮ জনের অপারেশন ২৬ ফেব্রুয়ারি করিমগঞ্জ রেডক্রস হাসপাতালে করা হয়৷ বাকিদের ২৯ ফেব্রুয়ারি হবে৷ এদিন শিবির পরিচালনা করেন ডাঃ দাস৷ উপস্থিত ছিলেন গিরিজা শঙ্কর দত্ত চৌধুরী, সুপর্ণা বিশ্বাস, সুপ্রদীপ চক্রবর্তী, দিবজ্যোতি দাস, প্রাণেশ দাস ও অসীম দাস প্রমুখ৷