Barak Valley

ফ্রেন্ডস অফ আর্থের সভায় প্লাস্টিক প্রদূষণ নিয়ে উদ্বেগ

করিমগঞ্জ : ফ্রেন্ডস অফ আর্থ সামাজিক সংস্থার পক্ষ থেকে সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় বুধবার৷ দিনের শুরুতে করিমগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷ বিকালে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সভাকক্ষে প্লাস্টিক প্রদূষণের উপর আয়োজিত হয় এক আলোচনা সভা৷ শুরুতে এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস৷ সভায় বরাক উপত্যকার বিশিষ্ট পরিবেশবিদরা অংশগ্রহণ করেন৷ ছিলেন অসম প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞানী ড. নবনীতা নাথ, ড. মালবিকা ভট্টাচার্য, ড. মৃণালকান্তি ভট্টাচার্য, ডাঃ মুস্তাফা আহমদ, ড. প্রদীপ নাথ, ড. শ্যামল প্রসাদ চৌধুরী, শিক্ষাবিদ অপূর্ব দত্ত, অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এম কাকতি, আমির হোসেন প্রমুখ৷ আলোচনা সভায় প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করা নিয়ে বিশদ ব্যবহার করা হয়৷

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংস্থার পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে সপ্তাহব্যপী বিভিন্ন কার্যসূচি পালন করা হয়৷ ২ জুন স্থানীয় নগেন্দ্র নাথ স্কুলে অঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কার্যসূচি অনুষ্ঠিত হয়৷ এদিন উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের গাছের চারা উপহার দেওয়া হয়৷ সবশেষে ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটি পরিবেশন করেন জন্মজিৎ ভট্টাচার্য, শ্যামল প্রসাদ চৌধুরী সহ অন্যরা৷ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অপূর্ব দত্ত৷

Show More

Related Articles

Back to top button