Barak Valley

ফ্রেন্ডস অব আর্থ-র বিশ্ব জল দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

করিমগঞ্জ : বিশ্ব জল দিবস উপলক্ষে করিমগঞ্জ ফ্রেন্ডস অব আর্থের পক্ষ থেকে কচিকাঁচাদের মধ্যে যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ আজ স্থানীয় সুভাষ নগর রাধারমণ আশ্রমে সেই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়৷ এদিন জল সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে এক সচেতন সভার আলোচনায় অংশ নেন করিমগঞ্জ ফ্রেন্ডস অব আর্থের পক্ষ থেকে সম্পাদক শ্যামল প্রসাদ চৌধুরী ও দীপঙ্কর ঘোষ৷

বিশ্ব জল ভাণ্ডার নিয়ে এই সচেতনতা সভায় জলসম্পদ ও জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোকপাত করেন সদস্যবৃন্দ৷ উপস্থিত অভিভাবকদের প্রতি আবেদন রাখেন, জলের অফচয় বন্ধ করা ও জল সংরক্ষণে আপনারা এগিয়ে আসুন৷ টেকসই উন্নয়ন ও শান্তির জন্য জল ২০২৪ সনের বিশ্ব জল দিবস-র থিম এ বার্তা নিয়েই আজকের এই অনুষ্ঠান৷ বসে আঁকো প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সংস্থার পক্ষ থেকে দীপঙ্কর ঘোষ ও রাজদীপ সেন৷ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মিঠুন চক্রবর্তী ও শুভ্রাংশু দে, রংবিচিত্রা ফাইন আর্টস স্কুলের পরিবারবর্গকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় করিমগঞ্জ ফ্রেন্ডস অব আর্থের পক্ষ থেকে৷

Show More

Related Articles

Back to top button