SportsBarak Valley

ফ্লাড লাইটের আলোতে যুব দিবস করিমগঞ্জে

করিমগঞ্জ : ফ্লাড লাইটের আলোতে যুব দিবস অনুষ্ঠান করল কমিগঞ্জ DSA. শুক্রবার সরকারি স্কুলের মাঠে এই অনুষ্ঠানে জেলার নেতাজি ব্যায়াম সংঘ, প্রণবানন্দ যোগা মহাবিদ্যালয়, যোগা নিকেতন, পতঞ্জলি যোগা সমিতি, চারু যোগা বিদ্যালয় এবং যোগাসন সেন্টার এই ৮টি সংগঠন অংশ নিয়েছে৷ সব কয়টি সেন্টারের প্রশিক্ষকদের শুরুতে সংবর্ধনা জানানো হয়৷ করিমগঞ্জ DSA-র যোগা শাখার চেয়ারম্যান তাপস কান্তি পুরকায়স্থ এবং শাখা সচিব কৃষ্ণা মেনন দে সহ শাখার অন্যান্যরা উত্তরীয় পরিয়ে সম্মান জানায়৷ অনুষ্ঠান বিকেল গড়িয়ে যাওয়ায় ফ্লাড লাইটের আলোতেই অনুষ্ঠান পরিচালনা করা হয়৷ শীতকালীন হিমেন ঠান্ডার মধ্যে প্রায় তিন শতাধিক কিশোর এই যোগা অনুষ্ঠানে অংশ নেন৷

অনুষ্ঠানের প্রধান অতিথি ASTC chairman মিশন রঞ্জন দাস খুব বেশি যোগ চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, শারীরিক ভাবে সুস্থ না থাকলে কোন কাজেই এগিয়ে যাওয় সম্ভব নয়৷ তাই সবাইকে যোগ চর্চায় লেগে থাকার পরামর্শ দিয়েছেন৷ তিনি নিজেও নিয়মিত শরীর চর্চা করেন এবং সন্তানদেরও নিয়মিত শরীর চর্চার কথা তিনি উল্লেখ করেন৷ এর আগে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথি৷ উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য রজত দাস, পাবলিক স্কুলের অধ্যক্ষ আশিষ দাস, করিমগঞ্জ DSA সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, সহ সভাপতি অমরেশ রায় প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button