Barak Valley

ফ্ল্যাগ অব সত্ত্বেও নিভিয়া-নিগ্রিমস নৈশবাসের যাত্রা বাতিল

নিভিয়া : সোমবার সবুজ পতাকা দেখিয়ে নিভিয়া-নিগ্রিমস নৈশবাসের যাত্রা শুরু করা হলেও বাতিল হয় যাত্রা৷ এদিন নিভিয়া বাজার স্ট্যান্ড থেকে নিগ্রিমস অভিমুখে যাত্রা শুরু করার পর প্রায় ২ কিমি গিয়ে গম্ভীরাঘাট এলাকায় বাসটিকে থামানো হয়৷

মঙ্গলবারও সুপার বাসের যাত্রা বাতিল করা হয়৷ যাত্রা শুরুর প্রথম দিন পরিষেবা বাতিল করা নিয়ে মঙ্গলবার লালাছড়া জিপির সভাপতি সঞ্জয় কুমার গোস্বামীকে তিনি জিজ্ঞেস করলে বলেন, সোমবার সবুজ পতাকা দেখানোর পর বাসটি ৩ জন যাত্রী সহ পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, বিধায়ক বিজয় মালাকার, তিনি সহ দলের কয়েকজন প্রবীণ নেতাকে নিয়ে নিগ্রিমস অভিমুখে যাত্রা শুরু করেছিল৷ কিন্তু বাসটি গম্ভীরাঘাট পৌঁছার পর তাঁরা ইন্টারনেট যোগে অবগত হন যে মেঘালয়ের আবহাওয়া অনুকূল নয়৷ সোমবার সন্ধের পর প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সেজন্য সোমবারের যাত্রা বাতিল করা হয়৷

এদিকে মঙ্গলবার যাত্রার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বাসটিকে বাজার এলাকার প্রায় ১ কিমি দূরে বন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ এরপর স্থানীয় বিজেপি কর্মী রাজেশ কমকর বলেন, মঙ্গলবার মেঘালয়ে কোনও এক স্থানে সড়ক অবরোধ বা বনধের ডাক দিয়েছে সেখানাকার একটি সংগঠন৷ সেই প্রেক্ষিতে মঙ্গলবারের যাত্রাও বাতিল করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button