Barak Valley
বঙ্ক দত্ত রোড সর্বজনীন শনিমন্দিরে বার্ষিক পুজো সম্পন্ন

করিমগঞ্জ : সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বঙ্ক দত্ত রোড সর্বজনীন শনিমন্দিরে বার্ষিক পুজো৷ এদিন সকাল থেকেই পুজোর আয়োজনে মেতে ওঠেন স্থানীয়রা৷ সন্ধ্যা ৬টা থেকে মন্দিরের পুরোহিত প্রতাপ ঠাকুরের মন্ত্রোচ্চারণ মাধ্যমে শনিপুজো শুরু হয়৷ ওয়ার্ড কমিশনার শুভ্রজ্যোতি দাম, বিরাজ বর্ধন, বিদ্যুৎ কর, কিশোর দাস, ধনঞ্জয় দাস সহ অন্যান্যরা জানান, ১৩৮২ বাংলায় এলাকার প্রতাপ নারায়ণ চন্দ্র দাস, অমর পাল সহ অন্যান্যদের প্রচেষ্টায় শনি মন্দির প্রতিষ্ঠিত হয়৷ তখন থেকেই প্রতি শনিবার এবং প্রতিবছর যথারীতি বার্ষিক পুজোর আয়োজন করা হয়৷