Barak Valley
বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সাহায্য বিধায়কের
শনবিল : প্রতিশ্রুতি অনুযায়ী বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে নিজস্ব তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন বিধায়ক বিজয় মালাকার৷
উল্লেখ্য, অসহায় এই পরিবার বিধায়ক বিজয়ের শরণাপন্ন হলে তিনি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকার চেক মঞ্জুর করিয়ে গিয়েছিলেন৷ পাশাপাশি নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন সেদিন৷
বৃহস্পতিবার বারইগ্রাম মন্ডল বিজেপি সভাপতি অমৃত পালের হাত দিয়ে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য পরিবারের হাতে পৌঁছে দেন তিনি৷ নগেন্দ্রনগর জিপির সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় এভাবে এগিয়ে আসায় বিধায়ক বিজয় মালাকারকে সাধুবাদ জানান বৃহত্তর শনবিল এলাকার জনগণ৷