Barak Valley
বজ্রপাতে মৃতের স্ত্রীকে ৪ লক্ষ তুলে দিলেন কৃষ্ণেন্দু
পাথারকান্দি : গত এপ্রিল মাসে পাথারকান্দি সার্কলের অধীন কড়িখাই গ্রামে বজ্রপাতে মৃত্যু হওয়া অসহায় এক ব্যক্তির পরিবারের হাতে এককালীন ৪ লক্ষ টাকা একটি চেক তুলে দিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷
মঙ্গলবার তিনি তাঁর কানিশাইলের নিজস্ব বাসভবনে নিজ সমষ্টির কড়িখাই গ্রামের মৃত ব্যক্তির পত্নী রামবতী গোড়ের হাতে আনুষ্ঠানিক ভাবে সরকারি তরফে এই চেক তুলে দেন৷