Updates

বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম ছোট ভাই, চাঞ্চল্য হাতিখিরায়

পাথারকান্দি : বড় ভাইয়ের দায়ের কোপে গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই৷ চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের খবর নেই৷

জানা গেছে, মঙ্গলবার রাতে হাতিখিরা বাগানের ৮ নং ডিভিশনের ফিল্ড লাইনের বাসিন্দা সতনা রবিদাসের ছেলে শিবশঙ্কর ও গোপালের মধ্যে পারিবারিক বিষয়ে প্রথমে বচসা ও পরে মারপিট হয়৷ ঝগড়া চলাকালে হঠাৎ করে শিবশঙ্কর ধারালো দা দিয়ে ছোট ভাই গোপালের ঘাড়ে কোপ বসিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়৷

পরে প্রতিবেশীরা গোপালকে চিকিৎসার জন্য প্রথমে মাকুন্দা হাসপাতালে ভর্তি করেন৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ ঘটনার খবর পেয়ে সরেজমিনে তদন্তে নামে পুলিশ৷

Show More

Related Articles

Back to top button