বদরপুরঘাটের ঠান্ডাপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির
শ্রীগৌরী, পাঁচগ্রাম ও বদরপুর প্রতিনিধি : বদরপুর ঠান্ডাপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার বিকেলে৷ পাঁচগ্রাম থানা এলাকার বদরপুর ঠান্ডাপুরের জাতীয় সড়ক ও রেলওয়ে লাইনের পাশে৷ যদিও মৃতদেহটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি৷
এদিন স্থানীয় পথচারীদের প্রথম চোখে পড়ে মৃতদেহটি৷ ট্রেনের লাইনের পাশে অদ্ভুতভাবে মৃতদেহটি জমির উপরিভাগে পড়ে রয়েছে৷ তবে ওই ব্যক্তি এলাকায় পরিচিত নন কারও৷
এদিকে, সোমবার বিকেলে এমন দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়৷ পরে স্থানীয় লোকেরাই খবর দেন পাঁচগ্রাম থানায়৷ বদরপুর RPF-কেও খবর দেওয়া হয়৷ এরপর ঘটনাস্থলে পৌঁছায় পাঁচগ্রাম পুলিশ ও বদরপুর স্টেশনের RPF Police. তাঁরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷
এদিকে, স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি ওই ব্যক্তিকে চেনেন না৷ কখনও এলাকায় দেখা যায় নি৷ স্থানীয় কিছু মানুষের ধারণা, হয়তো কোন ট্রেন ধাক্কা মেরে চলে গেছে৷ তবে পুলিশি তদন্তে এসব খোলসা হবে বলে মনে করছেন তারা৷