বদরপুরঘাটে লেভেল ক্রসিং সমস্যা মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কৃষ্ণেন্দু
করিমগঞ্জ : ভয়াবহ হয়ে পড়েছে বদরপুরঘাটে থাকা রেলের লেভেল ক্রসিং৷ প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট৷ এই প্রক্ষিতে করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ রেলের লেভেল ক্রসিংয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন বিধায়ক৷
প্রসঙ্গত, করিমগঞ্জ-ত্রিপুরা-মিজোরামের একাংশ এলাকায় যাওয়ার একমাত্র রাস্তা বদরপুরের জাতীয় সড়ক৷ করিমগঞ্জ সহ প্রতিবেশী রাজ্যগুলোতে যাওয়ার একমাত্র সড়ক পথ হচ্ছে ৮ নং জাতীয় সড়ক৷ সেই পথে প্রতিদিন যানজটের ফলে গাড়িগুলোকে অবরুদ্ধ হয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা৷ কখনও কখনও এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, অ্যাম্বুলেন্স যাওয়ার পথও খোলা থাকে না৷ যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হলেও মাঝে মাঝে পুলিশও নীরব দর্শকের ভূমিকা পালন করে৷
স্থানীয় জনগণের বক্তব্য কোনও কোনওদিন বদরপুর থানা অতিক্রম করে চলে যায় যানজট৷ অন্যদিকে, পাঁচগ্রাম পেট্রোল পাম্প পর্যন্ত চলে যায় গাড়ির দীর্ঘ লাইন৷ আবার অন্যদিকে কাটিগড়া পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়৷
পাথারকান্দির বিধায়ক এ নিয়ে করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা তুলে ধরেন৷ বদরপুরঘাটে থাকা রেলের লেভেল ক্রসিং প্রসঙ্গে বিকল্প ব্যবস্থা করা না হলে জনগণকে প্রায় প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান৷ মন্ত্রী এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে তাঁকে আশ্বস্ত করেন৷