বদরপুরঘাট রেল ক্রসিং-এ ঘন্টার পর ঘন্টা আটক লক্ষাধিক গাড়ি, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের
বদরপুর : শনিবার ৫ ঘন্টার অধিক সময় ধরে বদরপুর এনসি কলেজ থেকে হিন্দুস্থান পেট্রোল পাম্প পর্যন্ত দু’দিকে আটক লক্ষাধিক গাড়ি৷ সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকা পড়ে৷ বদরপুর ঘাটে একটি রেলওয়ে লেভেল ক্রসিং প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মঘন্টা কেড়ে নিচ্ছে৷ ‘পথচারীদের দুঃখ’ হিসেবে আখ্যা পাওয়া এই লেভেল ক্রসিংটি হল বদরপুর ঘাটের লেভেল ক্রসিং৷ দুর্ভোগে এখানে মানুষের নিত্য সঙ্গী৷ এই লেভেল ক্রসিংয়ে তীব্র যানজটের প্রভাব পড়ছে অফিস-আদালত, স্কুল-কলেজ ও ব্যবসা-বাণিজ্য সহ সব ক্ষেত্রে৷ দিন যতই যাচ্ছে এই রেলগেটের যানজট তীব্র আকার ধারন করছে৷ এখানে দিন-রাত বেশিরভাগ সময় যানজটের কবলে পড়ে বদরপুরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ বদরপুরবাসী মনে করছেন, শহরে প্রবেশের একটি বিকল্প সড়ক এবং লেভেল ক্রসিংয়ের ওভার পাস নির্মাণ করা অত্যন্ত জরুরী৷ করিমগঞ্জ থেকে শিলচর, হাইলাকান্দি শহরের একমাত্র পথ৷ প্রতিদিন যানজটে জনদুর্ভোগের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে৷ এ থেকে পরিত্রাণ পেতে অবিলম্বে সড়ক নির্মাণ সহ লেভেল ক্রসিংয়ের ফ্লাই ওভার নির্মাণ করা দরকার৷ ছোট্ট একটা লেভেল ক্রসিং৷ কিন্তু তাকে ঘিরে অনেক সমস্যা৷ বদরপুর ঘাটের এই লেভেল ক্রসিং নিয়ে অভিযোগ দীর্ঘদিনের৷ দিনের পর দিন তা আরও তীব্রতর হচ্ছে৷ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই লেভেল ক্রসিংয়ে যানজট ভয়ংকর আকার নেয়৷ জনবহুল এলাকা৷ ব্যস্ত সময় স্কুলগাড়ি আটকে থাকেই, আটকে পড়ে অ্যাম্বুলেন্সও৷