Barak Valley

বদরপুরে ফের প্রিপেড স্মার্ট মিটার সংস্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন

বদরপুর : বদরপুরে ফের প্রিপেড স্মার্ট মিটার সংস্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হল৷ অসম ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের বদরপুর আহ্বায়ক কমিটি ও বদরপুর মার্চেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়৷ তাদের দাবি-প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করা, লিখিত নোটিশ প্রদান না করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করা, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করা ইত্যাদি৷

এদিন অসম ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের বদরপুর আহ্বায়ক কমিটি ও বদরপুর মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তারা এদিন প্রথমে APDCL-র SDE কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্র প্রদান করেন৷

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির প্রধান পীযূষকান্তি মজুমদার, আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হক, করিমগঞ্জ জেলা সভাপতি সুনীত রঞ্জন দত্ত ও অসম শাখার অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য প্রমুখ৷

বক্তারা বলেন, স্মার্ট মিটার ব্যবস্থা চালুর পেছনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যক্তিগতকরণের চক্রান্ত জড়িত রয়েছে৷ গোটা দেশে বিদ্যুতের চাহিদা যখন দিন দিন বেড়েই চলছে, তখন কর্পোরেটদের নজর এই খন্ডে পড়েছে৷ তাদের মুনাফা লোটার স্বার্থে বিদ্যুৎকে পরিষেবার বদলে পণ্য হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে৷

বক্তারা বলেন, পরিষেবা প্রদানের আগে মানুষ সংগ্রহ করা সম্পূর্ণ বেআইনি৷ অথচ APDCL কর্তৃপক্ষ গ্রাহকদের সম্পূর্ণ অন্ধকার রেখে স্মার্ট মিটার সংস্থাপন করে একতরফাভাবে প্রিপেড মিটার ব্যবস্থা চালু করে অধিক মাশুল সংগ্রহ করছে৷ প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালুর পর থেকেই জনগণকে লিখিত কোনও বিদ্যুতের বিল দেওয়া হচ্ছে না৷ বিদ্যুতের মাশুল সংক্রান্ত সমস্ত বিষয় অনলাইনে করা হচ্ছে৷ অথচ বেশির ভাগ মানুষ অনলাইনে অভ্যস্ত নন৷ এছাড়াও অগ্রিম টাকা রিচার্জ করার ক্ষমতাও সবার নেই৷ তাই প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চূড়ান্ত গ্রাহক বিরোধী৷

এদিন বিক্ষোভ প্রদর্শনস্থলে উপস্থিত হয়ে APDCL বদরপুরের SDE স্মারকপত্র গ্রহণ করেন৷ এবং বদরপুরের জনগণের স্মার্ট মিটার ব্যবস্থা নিয়ে যে ক্ষোভ রয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন৷

এরপর অসম ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের বদরপুর আহ্বায়ক কমিটি ও বদরপুর মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তারা APDCL-র DGM কার্যালয়ে উপস্থিত হয়ে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্র প্রদান করেন৷ স্মারকপত্রে স্বাক্ষর করেন পরমেশ্বর দেবনাথ, রতনকান্তি মজুমদার, বদরপুরের প্রাক্তন পৌরপতি দীপঙ্কর রায় কর্মকার, পঙ্কজকান্তি দেবরায়, কাইজার আহমদ, অমল ব্যানার্জি, জাবেদ হোসেন, গোপাল কান্তি পাল, বাদল গুহ, যাবেদ হুসেন পিনাজ, জিয়াউর রহমান প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button