Barak Valley
বদরপুরে বাজেয়াপ্ত ৩,৮০০টি ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ১
বদরপুর :
করিমগঞ্জ জেলার বদরপুরে মাদক ট্যাবলেট ইয়াবা সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার গোপন সূত্রে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে বদরপুর থানার পুলিশ।
জানা গেছে, বসলা এলাকার রাউত গ্রামের বাসিন্দা মজিবুরের কাছ থেকে ১৯টি প্যাকেটে ৩,৮০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বদরপুর পুলিশ। ধৃত এই মাদক দ্রব্য পাচারকারী দীর্ঘদিন থেকে গোটা এলাকায় ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসছে।
বদরপুর পুলিশ গোপন সূত্রে ড্রাগস পাচারের খবর পেয়ে বসলা এলাকায় ওত্ পেতে বসে। অনেকটা ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে পুলিশ সাফল্য লাভ করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য কমপক্ষে ১৯ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।