Updates

বদরপুরে স্নানে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু যুবতীর

বদরপুর : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যূবতীর৷ মৃত যুবতীর নাম শর্মিষ্ঠা চক্রবর্তী (২৯)৷ বাড়ি বদরপুর জুমবস্তিতে৷

ঘটনার বিবরণে জানা গেছে, এ দিন দুপুরে বাড়ির পুকুরে স্নান করতে যান দীপল চক্রবর্তীর কন্যা শর্মিষ্ঠা চক্রবর্তী৷ পুকুরে নেমে স্নান করার সময় আচমকা জলে ডুবে যান৷ বেশ কিছুক্ষণ পর শর্মিষ্ঠা ফিরে আসছেন না দেখে পরিবারের লোকজন তাঁর খোঁজে গেলে তাঁকে পাওয়া যায়নি৷ এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের কর্মীরা৷ ছুটে আসে বদরপুর পুলিশও৷ প্রায় টানা আধ ঘন্টা অভিযান চালিয়ে পুকুর থেকে শর্মিষ্ঠার নিথর দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা৷ পরে বদরপুর পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়৷ শর্মিষ্ঠা চক্রবর্তীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মাতা-পিতা৷ এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Show More

Related Articles

Back to top button