Barak Valley
বদরপুর-আদরকোণা সড়কে যান চলাচল বন্ধ
করিমগঞ্জ : বদরপুর-আদরকোণা সড়কের বক্স কালভার্ট নং ৫/৫-র নির্মাণ কাজের জন্য ওই সড়কের সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে পূর্ত বিভাগের উত্তর করিমগঞ্জের টেরিটোরিয়াল রোডে সাব ডিভিশনের সরকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন৷ পাশাপাশি বিভাগের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বদরপুর-আদরকোণা সড়কের ১৬০০-৪১০০ মিটার অংশ পর্যন্ত ICBP বিছানোর কাজের জন্য সব ধরনের যানবাহনে ১০ টনের অধিক ওজন নিয়ে আগামী ১৫ দিন পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷