Barak Valley

বদরপুর পৌরসভা সেপ্টেম্বর মাসে আবাসিক ও বাণিজ্যিক কর সংগ্রহে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্যের আবাসিক ও নগর উন্নয়ন বিভাগ থেকে সেপ্টেম্বর মাসে মিউনিসিপাল প্রপার্টি ট্যাক্স চ্যালেঞ্জ বেস্ট মিউনিসিপাল বোর্ড অনুষ্ঠিত হয়। এতে রাজ্যে ৩০ হাজার থেকে কম জনসংখ্যার পৌরসভার আবাসিক সম্পত্তির কর সংগ্রহে বদরপুর পৌরসভা প্রথম স্থান দখল করেছে।

পাশাপাশি, বাণিজ্যিক হোল্ডিং এর কর সংগ্রহেও রাজ্যের মধ্যে বদরপুর পৌরসভা শ্রেষ্ঠ স্থান দখল করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে অর্থাত্‍ সম্পত্তি কর আদায় চ্যালেঞ্জ মাসে, এটি লক্ষণীয় যে বদরপুর পৌর সভার আওতাধীন হোল্ডিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি বাণিজ্যিক এবং আবাসিক উভয় সম্পত্তির হোল্ডিংকে একটি ব্যাপক মূল্যায়নের জন্য দায়ী করা হয়। ফলস্বরূপ, কর আদায়ের প্রচেষ্টাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য বদরপুর পৌরসভাকে রাজ্যের মধ্যে সম্পত্তি কর সংগ্রহে সম্মানিত স্থান দিয়েছে। এই সফলতার জন্য বদরপুর পৌরসভার নিবেদিত রাজস্ব শাখা বাণিজ্যিক এবং আবাসিক উভয় হোল্ডিং পরিচালনায় ব্যতিক্রমীভাবে ভাল কর্মদক্ষতার প্রদর্শন করেছে। এই সম্মানের জন্য সংশ্লিষ্ট শাখার সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আগামী দিনেও এই প্রয়াস অব্যাহত থাকবে বলে বদরপুর পৌরসভা থেকে এক বার্তায় জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button