Barak Valley

বদরপুর প্রেস ক্লাবের শহিদ স্মরণ

বদরপুর : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৯শে মে উদযাপন করল বদরপুর প্রেস ক্লাব৷ নবীন চন্দ্র কলেজ সংলগ্ন শহিদ বেদিতে পুষ্পস্তবক ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের সদস্যরা৷ এরপর বেলা ১টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত হয় আলোচনা সভা৷ শহিদ দিবস নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়, কালাইন সত্যরঞ্জন দে কলেজের সহকারী অধ্যাপক ইমদাদুর রহমান এবং বদরপুরের বিশিষ্ট সমাজসেবক দীপক দেব৷

বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্রবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় বাংলা ভাষা গোটা বিশ্বকে আলো দেখিয়েছে এমনটাই অভিমত প্রকাশ করেন অরূপ রায়, অধ্যাপক ইমদাদুর রহমান৷ তিনি বাংলা ভাষার ইতিবৃত্ত নিয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, ১৯শে মে শুধু ঘটা করে অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে সীমিত রাখলে চলবে না৷ দীপক দেব ব্রিটিশ শাসনের পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বরাক উপত্যকার ভৌগলিক চিত্র এবং রাজনৈতিক বাঙালির নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন৷

অনুষ্ঠানে মুখ্য অতিথি মিহির দেবনাথ বলেন, শহিদদের আত্মবলিদানের উত্তরাধিকার আমরা এখনও গড়ে তুলতে পারিনি৷ তিনি ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস সভায় তুলে ধরে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সেনানীর কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমানে আমরা নিভন্ত উনুনের মতো৷ আমাদের জ্বলে উঠতে হবে৷ এরপর বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্যের সমাপনী অনুষ্ঠানের ভাষণে পর সচিব সেলিম আহমেদের ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে৷ প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন বদরপুর আল-আমিন অ্যাকাডমির পড়ুয়ারাও৷

Show More

Related Articles

Back to top button