বদরপুর রেল স্টেশনে জিআরপি-র হাতে ধৃত ২ বাংলাদেশি যুবতী
বদরপুর : বদরপুর রেল স্টেশনে শনিবার ২ অবৈধ বাংলাদেশি যুবতীকে আটক করল GRP. এ ঘটনায় বদরপুর রেল স্টেশনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
ঘটনায় প্রকাশ — কলকাতা ভিত্তিক সেনা বাহিনীর গোয়েন্দা খবরের ভিত্তিতে শনিবার দুপুর ১২:৩০টায় ১৩১৪৭ নম্বরের আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বদরপুর স্টেশনে পৌঁছালে বদরপুর GRP ট্রেন থেকে ২ বাংলাদেশি যুবতীকে আটক করে৷ তাদের নাম আছিয়া বেগম (৩০) ও খাদিজা আক্তার (২০)৷ তারা সম্পর্কে ২ বোন৷ বাড়ি বাংলাদেশের কিরণগঞ্জ থানার সুনাকান্ত গ্রামে৷ বাবার নাম ছিনি মিঞা৷
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, সোনামুড়া সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে ট্রেনে চেপে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই ২ যুবতী এর আগেও নিজেদের আসল পরিচয় লুকিয়ে আধার কার্ড তৈরী করেছে৷ পুলিশ এগুলো তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে৷