বদরপুর রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন৷
বদরপুর : কাছাড়ের ময়নারবন্দে গতি শক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল এবং বদরপুর রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পুরো উত্তর-পূর্বাঞ্চলের রেলের পরিকাঠামোর উন্নতির জন্য কেন্দ্র সরকার এবছর বাজেটে ৮১,৯৪১ কোটি টাকার অনুমোদন দিয়েছে৷ এর মধ্যে ১০,৩৬৯ কোটি টাকা ব্যায়ে ৬০টি স্টেশনকে বিশ্বস্তরে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ লামডিং ডিভিশনকে ৪৬টি নতুন সুবিধা দেওয়া হয়েছে৷ নিউ বঙ্গাইগাঁও থেকে রঙিয়া হয়ে আগথি পর্যন্ত ডবল লাইন, ৩৬টি স্টেশন ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট কাউন্টার-যেখানে স্থানীয় কারিগররা তাদের হাতে তৈরী সামগ্রীর প্রদর্শনী ও বিক্রি করতে পারবেন৷ এছাড়া ৫টি গুড শেড এবং গুয়াহাটি ও লামডিং ট্রেনের কোচে রেস্টুরেন্ট নির্মাণ৷ মঙ্গলবার সকাল ৯:৩০টা নাগাদ গুজরাটের আহমেদাবাদ থেকে রিমোর্ট টিপে প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলো ভার্চুয়াল উদ্বোধন করেন৷ বদরপুর স্টেশনে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা, পৌরসভা নেত্রী রুবি নাগ, লামডিং ডিভিশনের Sr. DME সুলভ বিস্ট, APO অভিজিৎ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷