Barak Valley

বদরপুর লায়ন্স ক্লাবের শিবিরে ১৩০ রোগীর চক্ষু পরীক্ষা

বদরপুর : লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন চক্ষু হাসপাতাল শিলচরের ব্যবস্থাপনায় মঙ্গলবার বদরপুরে রেল হাসপাতালে বিনামূল্যে এক ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় সকাল ১১টায়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল৷ ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবিরে ডাঃ মনোদীপ চক্রবর্তী, ডাঃ সত্যশ্রী দেবরায়, সেবিকা সবিতা দেব, চক্ষু হাসপাতালের কর্মী সামসুদ্দিন লস্কর, শিবিরে রোগীদের ছানিপড়া এবং আনুসাঙ্গিক কাজে সহযোগিতা করেন৷ এদিনের শিবিরে সর্বমোট ১৩০ জন রোগী নাম নথিভুক্ত করেন৷ এদের মধ্যে থেকে ১৭ জনের ক্যাটারেক্ট শনাক্তকরণ করা হয় এবং এদিন বিকেলেই তাদের চোখের ছানি অপারেশন করার জন্য চক্ষু হাসপাতাল শিলচরে নিয়ে যাওয়া হয়৷ এছাড়াও আরও ৫০ জন রোগীকে চশমা প্রদান করা হয়৷ শিবিরে লায়ন্স ক্লাবের সদস্যরা শিবিরে বিশেষভাবে সহযোগিতা করেন৷

Show More

Related Articles

Back to top button