Barak Valley
বনকর্মীদের আঁচ পেয়ে সেগুন কাঠ ফেলে পালাল দুষ্কৃতীরা
লোয়াইরপোয়া : গভীর রাতে সেগুন কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের তাড়া খেয়ে কাঠ ফেলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা৷ কাঠগুলো বাজেয়াপ্ত করেন লোয়াইরপোয়া বন বিভাগের কর্মীরা৷ ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার গভীর রাতে স্থানীয় ফরেস্ট রেঞ্জের কালাছড়ার লালমাটি এলাকায়৷ লোয়াইরপোয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার গৌতম তিমুং জানান, তাঁর কাছে খবর আসে যে গাড়িতে করে কাঠ পাচার হচ্ছে৷ এতে তিনি দলবল নিয়ে অভিযানে নামেন৷ রাতে বৃষ্টি চলাকালীন সময়ে দীর্ঘক্ষণ টহলদারির ফলে পাচারকারীরা বিপদ বুঝে সড়কের পাশে কাঠ ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে বনকর্মীরা অকুস্থলে পৌঁছে কাঠগুলো উদ্ধার করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন৷ এতে প্রায় ৭০ সিএফটি ফাইল সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়৷