Barak Valley

বনমালীর নাথ বাজারে জমি দখল নিয়ে মারপিট দু’পক্ষের

প্রাক্তন উপ-পৌরনেত্রীর দোকানে হামলা, মামলা পাল্টা মামলায় উত্তপ্ত বনমালী এলাকা

করিমগঞ্জ : জমি সংক্রান্ত ঘটনা নিয়ে রবিবার ব্যাপক উত্তেজনা দেখা দেয় করিমগঞ্জ শহরের বনমালী এলাকায়৷ এমনকি দুপক্ষের মধ্যে বাঁশ, লাঠি দিয়ে মারধরের ঘটনা পর্যন্ত সংঘটিত হয়৷ পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

জানা গেছে, রবিবার দুপুরে প্রাক্তন উপ-পৌরনেত্রী হীরা বণিকের রেশন দোকানে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতীকারী৷

অভিযোগ মতে, স্থানীয় নাথ বাজার কমিটির জনাকয়েক লোক দলবদ্ধ আক্রমণ চালিয়ে হীরা বণিকের রেশন দোকানে ব্যাপক ক্ষতিসাধন করে৷ ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়৷ ভাঙচুরের খবর পেয়ে স্থানীয় লোকজন সহ হীরা বণিকের নিকটাত্মীয়রা বাধা দিতে এলে তাদের উপর অতর্কিত আক্রমণ চালায় নাথ বাজার কমিটির লোকজন বলে অভিযোগ করেন হীরা বণিক৷ পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে সদর থানার পুলিশবাহিনী৷ পরে নাথ বাজার কমিটির জনাকয়েক লোককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷

এদিকে, পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রাক্তন পৌর নেত্রী হীরা বণিক জানান, নাথ বাজারে তার একটি রেশন দোকান রয়েছে৷ স্বামী প্রয়াত বিমল বণিকের আমল থেকে বিগত ৬০ বছর ধরে এই জায়গায় রেশন দোকান চলে আসছে৷ দিন কয়েক ধরে কিছু দুষ্কৃতীকারী এই দোকানের দখল নেওয়ার প্রয়াস চালিয়ে আসছিল৷ পরবর্তীতে হীরা বণিক নাথ বাজারের দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হন৷ রবিবার দুপুরে নাথ বাজারের কয়েকজন লোক আচমকা হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রেশন দোকানে ভাঙচুর চালতে শুরু করে৷ খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে প্রতিবাদ জানালে হীরা বণিক সহ অন্যান্যদের ওপর হামলা চালায় নাথ বাজার কমিটির লোকজন৷ এতে হীরা বণিকের দেবর পুত্র বিপ্লব বণিক সহ অন্যান্যরা অল্পবিস্তর আহত হন৷ পরে নাথ বাজার কমিটির কল্যাণ নাথ সহ কমিটির মোট ৩ জনের করিমগঞ্জ সদর থানায় এক মামলা দায়ের করেন প্রাক্তন উপ-পৌরনেত্রী৷

এদিকে, একই ঘটনায় হীরা বণিক সহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে নাথ বাজার কমিটি বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button