বন্যার জলে ডুবে প্রৌঢ়ের মৃত্যু বাঙ্গালনগরে
লালা : বন্যার কবলে পড়ে ইতিমধ্যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে কয়েকজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ শনিবারও দক্ষিণ করিমগঞ্জে এক যুবকের বন্যার জলে পড়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে আজ দুপুরের দিকে হাইলাকান্দি জেলার অন্তর্গত লালা এলাকার কুচিলাখালে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর ৪৫-এর জনৈক ব্যক্তির।
নিহত ব্যক্তির নাম লুৎফুর রহমান লস্কর।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাইজর দলের কেন্দ্ৰীয় সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, খাইরুল ইসলাম বড়ভুইয়াঁ প্রমুখ।
বিষয়টি তাঁরা সার্কল প্রশাসনের নজরে নেন। খবর পেয়ে পুলিশ এবং সাধারণ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে পাঠান। এ দিকে লুৎফুর রহমান লস্করের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।