Updates

বন্যার জলে সাঁতার, জলকেলি খেলা, গাছ-বাঁশের অবশিষ্টাংশ না ধরার আবেদন

জনসংযোগ, হাইলাকান্দি, ৩১ মে : হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে জনসাধারণকে বন্যার জলে সাঁতার কাটা, মাছ ধরা, জলকেলি খেলা, গাছ-বাঁশের অবশিষ্টাংশ ধরা ইত্যাদি থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। জেলায় বন্যার জলে নেমে এ ধরনের প্রচেষ্টার ফলে এ পর্যন্ত তিনজন লোকের প্রাণহানির হওয়ায় প্রশাসন থেকে এই আবেদন জানানো হয়েছে। এদিকে শুক্রবার জেলার বিপর্যয় শাখা থেকে জেলার বিভিন্ন স্থানে জনসাধারণকে এ ব্যাপারে সতর্ক করতে মাইকিং করা হয়।।

Show More

Related Articles

Back to top button